খলিল রহমানসুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষ থেকে ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) করতে হয়। শেষের তিন বছর বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রোগীর সংস্পর্শে থেকে এই শিক্ষাগ্রহণ করেন তাঁরা। এটাকে শিক্ষার্থীরা বলেন ‘ওয়ার্ড সেবা’। কিন্তু সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল, রোগী না থাকায় ক্যাম্পাসে সেই সুযোগ নেই। তাই মেডিকেল শিক্ষায় একধরনের ঘাটতি নিয়ে পড়াশোনা শেষ করতে হচ্ছে অনেককে।
শিক্ষার্থীরা বলছেন, মূলত হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল ক্লাস ঠিকমতো হচ্ছে না। এই ক্ষোভ থেকেই তাঁরা হাসপাতাল চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে ১৫ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছেন। শিক্ষার্থীরা ওই দিন থেকে ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, একাধিকবার সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছেন। সোমবার তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।