• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে কেন, কী কারণে আন্দোলন

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ১৫:৩৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ মেডিকেল কলেজে কেন, কী কারণে আন্দোলন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে কেন, কী কারণে আন্দোলন

সংবাদটি শেয়ার করুন....

খলিল রহমানসুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষ থেকে ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) করতে হয়। শেষের তিন বছর বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রোগীর সংস্পর্শে থেকে এই শিক্ষাগ্রহণ করেন তাঁরা। এটাকে শিক্ষার্থীরা বলেন ‘ওয়ার্ড সেবা’। কিন্তু সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল, রোগী না থাকায় ক্যাম্পাসে সেই সুযোগ নেই। তাই মেডিকেল শিক্ষায় একধরনের ঘাটতি নিয়ে পড়াশোনা শেষ করতে হচ্ছে অনেককে।

শিক্ষার্থীরা বলছেন, মূলত হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল ক্লাস ঠিকমতো হচ্ছে না। এই ক্ষোভ থেকেই তাঁরা হাসপাতাল চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে ১৫ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছেন। শিক্ষার্থীরা ওই দিন থেকে ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, একাধিকবার সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছেন। সোমবার তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ক্ষোভ থেকে বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে এবার নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ পাঁচটি ব্যাচে ২৮০ জন শিক্ষার্থী আছেন। কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর হাসপাতাল চালু, নিয়মিত ওয়ার্ড সেবার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে বারবার কথা বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেছেন, লিখিত আবেদন দিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি।