• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া পাওয়া গেলো”

Mofossal Barta
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
পাকিস্তানে ভারতের হামলা নিয়ে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া পাওয়া গেলো”

'ভারতের আত্মরক্ষার অধিকারকে' সমর্থন ইসরায়েলের

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ‘প্রতিক্রিয়া’ স্বরূপ ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

পাকিস্তান-শাসিত কাশ্মীর ও পাকিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে গভীর রাত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

অন্যদিকে, এই হামলার নিন্দা করে পাকিস্তান পাল্টা অভিযোগ তুলেছে- বেসামরিক লোকজন ও মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। যদিও ভারত সেই অভিযোগ অস্বীকার করেছে।

দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই ‘সংঘাত’কে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া মিলেছে। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ভারত-পাকিস্তানের উত্তেজনা বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এটি লজ্জার। আমরা যখন ওভাল (অফিসের) দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আমরা এটি সম্পর্কে শুনেছিলাম। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।”

“তারা (ভারত ও পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে। তারা বহু, বহু দশক ধরে লড়াই করছে। আশা করছি খুব তাড়াতাড়ি (এই পরিস্থিতি) শেষ হবে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতিকে তিনি “নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন”।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) তিনি লিখেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি এই পরিস্থিতির দ্রুত শেষ হবে এবং ভারত ও পাকিস্তানের নেতৃত্ব একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে।”

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন।

ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন- (ফাইল ছবি)

ছবির উৎস,Getty Images

ছবির ক্যাপশান,ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন- (ফাইল ছবি)

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে ‘দুঃখ’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করেছে চীন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছে, “চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, “ভারত ও পাকিস্তান এমন দুই প্রতিবেশী, যাদের আলাদা করা যায় না এবং তারা চীনের প্রতিবেশীও।”

“চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।”

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই চীনের সীমান্ত রয়েছে। অন্যদিকে, চীন ও পাকিস্তানের ‘নৈকট্য’ও অজানা নয়।

এই পরিস্থিতিতে, দুই পরমাণু শক্তিধর দেশকেই ‘শান্ত’ ও ‘সংযত’ থাকার বিষয়ে আহ্বান জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন, “আমরা ভারত ও পাকিস্তান দু’জনকেই শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

সংবাদমাধ্যম ‘আরটি’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুটি দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।

সে দেশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার যেকোনও বহিঃপ্রকাশের তীব্র নিন্দা করে এবং এটিকে কার্যকরভাবে মোকাবিলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।”

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে এবং (রাশিয়া) আশা করে যে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে।”

প্রসঙ্গত, রাশিয়া কয়েক দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র হলেও মস্কো ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

ছবির উৎস,Getty Images

ছবির ক্যাপশান,জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত-পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তার মুখপাত্র বলেছেন, “নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।”

“ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো

ছবির উৎস,Getty Images

ছবির ক্যাপশান,ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন।

এই প্রসঙ্গে একটি ফরাসী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝি। কিন্তু উত্তেজনা বৃদ্ধি হওয়া থেকে এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছি। “

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাপানও সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, “২২ এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার বিষয়ে জানাতে চাই, আমাদের দেশ এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করে।”

“কিন্তু এই পরিস্থিতি আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার দিকে দুই দেশকে পরিচালিত করতে পারে এবং একটি পূর্ণমাত্রার সামরিক সংঘাতের দিকে তারা এগিয়ে যেতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি।”

“দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানাচ্ছি।”

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে মালয়েশিয়ায় চাল আমদানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। চালের সরবরাহের জন্য অন্য বিকল্পের কোথাও ভাবনা চিন্তা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ সাবু স্থানীয় গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসকে বলেছেন, “এই দেশের আমদানি হওয়া চালের প্রায় ৪০ শতাংশ ভারত ও পাকিস্তান থেকে আসে।”

“মালয়েশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য তাদের (ভারত-পাকিস্তানের) রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

“যদি কোনও যুদ্ধ বা উত্তেজনার পরিস্থিতি যদি বন্দরের কর্মকাণ্ড বা সরবরাহ অবকাঠামোকে প্রভাবিত করে, তাহলে আমাদের দেশে চাল আমদানি ব্যাহত হতে পারে।”

ভারত ওই দেশটিতে সাদা চাল সরবরাহ করে। বাসমতি চাল আসে পাকিস্তান থেকে। মালয়েশিয়ার তিন কোটি ৪০ লাখ বাসিন্দার বেশিরভাগই এর ওপর নির্ভরশীল।

মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী বলেছেন, “যদি ওই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে অবশ্যই আমাদের ওপর সরাসরি প্রভাব পড়বে, বিশেষ করে দাম এবং সরবরাহের ধারাবাহিকতার দিক থেকে।”

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার (ফাইল ফটো)

ছবির উৎস,ANI

ছবির ক্যাপশান,ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার (ফাইল ফটো)