• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ড্রোন হামলার পাল্টাপাল্টি অভিযোগ, দুই দেশে নিহত ৪৫

Mofossal Barta
প্রকাশিত মে ৮, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
ড্রোন হামলার পাল্টাপাল্টি অভিযোগ, দুই দেশে নিহত ৪৫

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের একাধিক সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছে, তবে তা প্রতিহত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান বৃহস্পতিবার একে অপরের বিরুদ্ধে একাধিক ড্রোন হামলা চালানোর অভিযোগ এনেছে। পরমাণু শক্তিধর এ দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে বিশ্ব। এএফপি

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতের ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অপরদিকে, নয়াদিল্লি দাবি করেছে, ইসলামাবাদ রাতের অন্ধকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এর পাল্টা জবাবে তারা লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে, যা ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে।

সেই হামলার প্রেক্ষিতে বুধবার নতুন করে সংঘর্ষ চরমে পৌঁছায়। পাকিস্তানের ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। তবে কাশ্মীর সীমান্তে দুদেশের মধ্যে গোলাগুলি চলছে।

দুদেশের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের একাধিক সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছে, তবে তা প্রতিহত করা হয়েছে।