• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পলাশীতে ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে

Mofossal Barta
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪, ১৯:২৪ অপরাহ্ণ
পলাশীতে ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
আজ বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ঢাকার পলাশী এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

বিকাল ৫টা ১০ মিনিটের দিকে আজিমপুর এলাকা থেকে ছাত্র বিক্ষোভকারীরা পলাশীতে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হতে শুরু করলে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা চাপড়া মসজিদ এলাকায় বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়, ঘটনাস্থল থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান।

সন্ধ্যা ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

হামলার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পলাশীতে পুলিশ অবস্থান নেয় এবং আজিমপুর ও পলাশী এলাকার বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অবস্থান নেয়।