• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১৮:৫১ অপরাহ্ণ
ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক
সংবাদটি শেয়ার করুন....
ছয়টি দাবি জানিয়ে মেট্রো রেলে কর্মবিরতির ডাক দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উত্তরায় অবস্থিত মেট্রো রেলের ডিপোতে এক মানববন্ধনে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

দাবিগুলো হলো বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ১-৯ম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২.৩ গুণ হারে এবং ১০-২০তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২ গুণ হারে প্রদান করা হচ্ছে, যা পরিবর্তন করে বৈষম্যহীন বেতন কাঠামো, অর্থাৎ সব গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে; অন্যান্য সব সরকারি মালিকানাধীন কম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সঙ্গে সমন্বয় করে পদোন্নতি ব্যবস্থা চালুকরাসহ সব ধরনের ভাতাসংবলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে।

 

শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সরকারি মালিকানাধীন কম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ী করতে হবে; স্টেশন, ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহনব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে এবং সর্বোপরি কর্ম ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।

বৃহস্পতিবার এসব দাবিসংবলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন মেট্রো রেলের কর্মচারীরা। ৭৪ জনের স্বাক্ষরসংবলিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত শতাধিক কর্মচারী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৩ সালে কম্পানি গঠন হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের সার্ভিস রুলস প্রণয়ন করা হয়নি।

সার্ভিস রুলস প্রণয়ন না করায় প্রতিটি কর্মচারী বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।