• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া
সংবাদটি শেয়ার করুন....

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। মধ্য আমেরিকা অঞ্চলের দেশটি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে।

শুক্রবার এক বিবৃতিতে নিকারাগুয়া সরকার বলেছে, সম্পর্ক ছিন্ন করার কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলা।

রয়টার্স জানিয়েছে, একইদিন এর আগে নিকারাগুয়ার কংগ্রেস একটি প্রস্তাব পাস করে দেশের সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে।

নিকারাগুয়া সরকার বলেছে, “এই সংঘাত এখন লেবাননের বিরুদ্ধে বিস্তৃত হয়েছে এবং সিরিয়া, ইয়েমেন ও ইরানকে গুরুতর হুমকি দিচ্ছে।”

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জেরে ওই দিন থেকেই হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহল গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে গত এক বছর ধরে টানা হামলা চালিয়ে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা ও গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের প্রায় এক বছর ধরে সীমান্ত সংঘর্ষের পর গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার জেরে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে ইরানে ‘প্রাণঘাতী’ পাল্টা হামলার হুমকি দিয়েছে।

ইসরায়েল ইরানে হামলা চালালে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

ইরান নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা প্রশাসনের মিত্র দেশ।