• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থায় ‘সন্ত্রাসী হামলা’

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ২০:৩৮ অপরাহ্ণ
তুরস্কে প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থায় ‘সন্ত্রাসী হামলা’
সংবাদটি শেয়ার করুন....
তুরস্কের রাজধানী আংকারার কাছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) সদর দপ্তরের বাইরে একটি বিশাল বিস্ফোরণে ‘অনেকে হতাহত’ হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, ‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ওপর একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে…দুর্ভাগ্যবশত আমাদের লোকেরা হতাহত হয়েছে।

’ 

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে আংকারা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কাহরামানকাজান এলাকায় ধোঁয়ার বড় কুণ্ডলী ও বড় আগুন দেখা গেছে।

হাবারতুর্ক টিভি জানিয়েছে, সেখানে একটি ‘জিম্মি পরিস্থিতি’ চলছে। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে বেসরকারি টেলিভিশন এনটিভি বিস্ফোরণের পর গোলাগুলির খবর দিয়েছে, যা স্থানীয় সময় বিকেল ৪টায় ঘটে।

 

এদিকে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণটি এমন সময় ঘটল, যখন ইস্তাম্বুলে প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের জন্য একটি প্রধান বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছিল। এই সপ্তাহে মেলায় ইউক্রেনের শীর্ষ কূটনীতিকও উপস্থিত ছিলেন।

বায়রাক্তার ড্রোনের জন্য সুপরিচিত তুরস্কের প্রতিরক্ষা খাত থেকে দেশটির রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে।

২০২৩ সালে এই খাতে আয় ১০.২ বিলিয়ন ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র : এএফপি