• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খিলক্ষেত থেকে বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেফতার

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৬:৫২ অপরাহ্ণ
খিলক্ষেত থেকে বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

বিদেশি ২২ বোতল মদসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. সুজন মিয়া (১৯), সানোয়ার হোসেন (২৬), সামুয়েল রোংমা (২৪) ও মো. রায়হান মিয়া (২০)।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার রাজউক ট্রেড সেন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ পলাতক এক ব্যক্তির সহযোগিতায় খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। আসামি চারজনসহ পলাতক একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পলাতক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।