• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

একান্ত অনুগতদের দিয়ে ট্রাম্পের সাজানো প্রশাসনে কারা স্থান পেলেন

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
একান্ত অনুগতদের দিয়ে ট্রাম্পের সাজানো প্রশাসনে কারা স্থান পেলেন

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জেতার পর ইতিমধ্যে পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এ রিপাবলিকান নেতা। বিশ্লেষকেরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন তিনি। ট্রাম্প এখন পর্যন্ত যাঁদের বাছাই বা মনোনীত করেছেন, তাঁদের মধ্যে যেমন আছেন তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, তেমন আছেন বিভিন্ন খাতের নামকরা ব্যক্তি। আছেন তুলনামূলক স্বল্প পরিচিত ব্যক্তিও। কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে অবশ্য তাঁদের পদে থাকা নিশ্চিত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সম্ভাব্য জটিল অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ কারা স্থান পেলেন, দেখে নেওয়া যাক একনজরে: আর এফ কে জুনিয়র রবার্ট এফ কেনেডি জুনিয়র (৭০) পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করছেন তিনি। খ্যাতিমান এ মার্কিন রাজনীতিককে নিয়ে রয়েছে বিতর্কও। করোনাভাইরাসের টিকার বিরোধিতা করে এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্বও প্রচার করেছেন আর এফ কে জুনিয়র। তিনি অপ্রমাণিত এ ধারণা ছড়িয়েছেন যে শৈশবে টিকা প্রতিবন্ধিত্ব ডেকে আনতে পারে। করোনার টিকাকে প্রাণঘাতী বলেও দাবি করেছেন তিনি। ইলন মাস্ক নতুন ‘সরকারি দক্ষতা’বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে। তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্প–ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন। টেসলা ও এক্সের স্বত্বাধিকারী মাস্কের সঙ্গে কাজ করবেন ট্রাম্পের আরেক ধনাঢ্য সহযোগী বিবেক রামাস্বামী। মাস্ক বলেছেন, তাঁর লক্ষ্য ফেডারেল সরকারের ৭ ট্রিলিয়ন (৭ লাখ কোটি) ডলারের বাজেট থেকে ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলারের ব্যয় হ্রাস করবেন। তবে তা কীভাবে সম্ভব, সেটি ব্যাখ্যা করেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জেতার পর ইতিমধ্যে পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এ রিপাবলিকান নেতা। বিশ্লেষকেরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন তিনি।

ট্রাম্প এখন পর্যন্ত যাঁদের বাছাই বা মনোনীত করেছেন, তাঁদের মধ্যে যেমন আছেন তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, তেমন আছেন বিভিন্ন খাতের নামকরা ব্যক্তি। আছেন তুলনামূলক স্বল্প পরিচিত ব্যক্তিও। কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে অবশ্য তাঁদের পদে থাকা নিশ্চিত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সম্ভাব্য জটিল অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ কারা স্থান পেলেন, দেখে নেওয়া যাক একনজরে:

আর এফ কে জুনিয়র

রবার্ট এফ কেনেডি জুনিয়র (৭০) পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করছেন তিনি।

খ্যাতিমান এ মার্কিন রাজনীতিককে নিয়ে রয়েছে বিতর্কও। করোনাভাইরাসের টিকার বিরোধিতা করে এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্বও প্রচার করেছেন আর এফ কে জুনিয়র। তিনি অপ্রমাণিত এ ধারণা ছড়িয়েছেন যে শৈশবে টিকা প্রতিবন্ধিত্ব ডেকে আনতে পারে। করোনার টিকাকে প্রাণঘাতী বলেও দাবি করেছেন তিনি।

ইলন মাস্ক

নতুন ‘সরকারি দক্ষতা’বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে। তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্প–ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন। টেসলা ও এক্সের স্বত্বাধিকারী মাস্কের সঙ্গে কাজ করবেন ট্রাম্পের আরেক ধনাঢ্য সহযোগী বিবেক রামাস্বামী।

মাস্ক বলেছেন, তাঁর লক্ষ্য ফেডারেল সরকারের ৭ ট্রিলিয়ন (৭ লাখ কোটি) ডলারের বাজেট থেকে ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলারের ব্যয় হ্রাস করবেন। তবে তা কীভাবে সম্ভব, সেটি ব্যাখ্যা করেননি তিনি।