• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুস্টিয়া বাসীর জন্য আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত আপাতত বাতিল।

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ১৮:০৯ অপরাহ্ণ
কুস্টিয়া বাসীর জন্য আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের  সিদ্ধান্ত আপাতত বাতিল।

কুস্টিয়া বাসীর জন্য আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত আপাতত বাতিল।

সংবাদটি শেয়ার করুন....

কুস্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন: কুষ্টিয়া থেকে আন্তঃনগর ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল।
১৫ নভেম্বর ২০২৪ থেকে ঢাকা টু খুলনা, ঢাকা থেকে বেনাপোল, খুলনা থেকে ঢাকা বেনাপোল থেকে ঢাকা তিনটি ট্রেন প্রতিদিন যাত্রী সেবা দিচ্ছে,যথাক্রমে কুষ্টিয়া কোর্ট স্টেশনের উপর দিয়ে অসংখ্য যাত্রী বহন করে চলেছে।
বেনাপোল, সুন্দরবন এবং নকশি কাঁথা কমিউটার ট্রেন যাত্রী সেবায় কুষ্টিয়াকোট স্টেশন থেকে নিচু প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও অসংখ্য যাত্রী নিয়ে ঢাকা, বেনাপোল এবং খুলনা পর্যন্ত যাওয়া আসা করতো।
আন্তঃনগর ট্রেন চালু রাখার দাবিতে গত ৪ নভেম্বর ছাত্র আন্দোলন হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনে।
১২ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জনগণের পক্ষ থেকে ৫ দিনের মধ্যে গৃহীত করার দাবিতে।
স্টেশন ইনচার্জ ইতি আরা খাতুন জানান, উর্দ্ধতন কর্মকর্তা সেরুপ কোন সিদ্ধান্ত দেন নাই আমরা টিকেট সরবরাহ রেখেছি।
বিকল্প ব্যবস্থা হবে কিনা সেটাও জানানো হয়নি। কুষ্টিয়াবাসীর দাবি কোর্ট স্টেশন থেকে অসংখ্য যাত্রী প্রতিদিন ঢাকাতে যাওয়া আসা করে চিকিৎসার জন্য। রুট পরিবর্তন জনগণের জন্য দুর্ভোগে পরিণত হবে।