• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১৭:৫৭ অপরাহ্ণ
রাজাপুরে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

রাজাপুরে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইয়াসিন খান রাজাপুর প্রতিনিতি: ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

পুকুরের মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি। আজ বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্তাগড় গ্রামের বাসিন্দা মাহফুজ মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।

মাহফুজের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার। স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে সেচ করছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এসআই আল হেলাল সিকদার আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।