• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাত রানে অলআউট হয়ে আইভরি কোস্টের বিশ্বরেকর্ড

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ
সাত রানে অলআউট হয়ে আইভরি কোস্টের বিশ্বরেকর্ড

আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন....

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অলআউট হয়েছে দলটি।

আগে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটি ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল ব্রিটেনের অন্তর্ভুক্ত আইল অব ম্যান। ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই বলেই ম্যাচ জিতে নিয়েছিল স্পেন।

এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে মাত্র সাত রাতে অলআউট হয়ে লজ্জার রেকর্ডটি করে আইভরি কোস্ট। এদিনের ম্যাচে আগে ব্যাট করে নাইজেরিয়া ২৭১ রান তোলে, যা ছিল টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম সর্বোচ্চ রান।

দলের পক্ষে সেলিম সালাউ ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান করেন। জবাবে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের ১০ ব্যাটসম্যানের মধ্যে ছয়জনই শূন্য রানে বিদায় নেন। সর্বোচ্চ ইনিংস ৪ রানের।

আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।