• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৩:৩৫ অপরাহ্ণ
বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

সংবাদটি শেয়ার করুন....

ক্রীড়া প্রতিবেদক:  টেস্ট সিরিজ খেলতে আজ বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা। ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলটি আগামীকাল বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে।

জিম্বাবুয়ে দলের সফরসূচি জানিয়ে বিসিবি বলেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকাল ৫:২০ মিনিটে আরভিনদের বহনকারী বিমান বাংলাদেশে নামবেন। ঢাকায় রাত্রিযাপন করে জিম্বাবুয়ে ক্রিকেট দল কাল সকালে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেবেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে, বসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে সিলেটে ক্যাম্প করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রথম টেস্টের দল দিয়েছে বিসিবি।

এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনে দল দিয়েছে জিম্বাবুয়ে। সর্বশেষ টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল—

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে স্কোয়াড—

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।