• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে কবর জিয়ারতের কথা বলে অটোচুরি, আটক-২

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে কবর জিয়ারতের কথা বলে অটোচুরি, আটক-২

ঝালকাঠিতে কবর জিয়ারতের কথা বলে অটোচুরি, আটক-২

সংবাদটি শেয়ার করুন....

এম এ আজিজ:ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফের কবর জিয়ারত করার কথা বলে চালককে সিঙ্গারা খাইয়ে অচেতন করে অটোরিক্সা চুরি করে পালানোর সময় ঝালকাঠি বাসস্টান্ড এলাকা থেকে আন্তঃজেলা অটোচোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে নেছারাবাদ দরবার শরিফের সামনে থেকে অটো চালককে আচেতন করে চুরির ঘটনা ঘটে। আটকের পর ওই চোরদের দেয়া তথ্য অনুযায়ী শহরের সিটি পার্ক এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। আটক চুন্নু মোল্লা ওরফে চুন্নু মিয়া (৩৫) নড়াইল জেলার ডর বল্লাহাটি গ্রামের মৃত ওহাব মোল্লার ছেলে ও অপরজন শুক্কুর আলী ওরফে মিলন (৩৫) সিরাজ গঞ্জের চৌহালি থানার বন্যা গ্রামের আ: কুদ্দুস মিয়ার ছেলে।

ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার অটোচালক বাদল হাওলাদারের পুত্র মেহেদী হাসান জানান, সকালে বাসস্টান্ড এলাকা থেকে ৫০ টাকা ভাড়া চুক্তিতে নেছারাবাদ দরবার শরিফে যাই। তারা সেখানে কবর জিয়ারত শেষে বের হয়ে বলে হুজুরে আসতে দেরি আছে চলো আমরা সিংঙ্গারা খাই। আর সিংঙ্গারা খাওয়ার পরই আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে ফেলে রেখে চাবি ছাড়াই তারা আমার অটো নিয়ে চলে যায়।