এস এ খালেকের ছোট ছেলে মিরপুরের দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সাজু তাঁর বাবার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার তাঁর বাবাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁকে ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) দেওয়া হয়। আজ বেলা সাড়ে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে দুপুরে এস এ খালেককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।