• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত

Mofossal Barta
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোঃ আনোয়ার হোসেন (৫০) উপজেলার মিরপুর গ্রামের।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার  বলেন, সকাল ৮টার দিকে বিএসএফ সেনারা আনোয়ারকে লক্ষ্য করে গুলি চালালে তিনি নিহত হন।

তার মরদেহ এখনও ভারতীয় ভূখণ্ডে রয়েছে বলে জানান তিনি।

বিএসএফ ফেরত দিলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম জানান, বিএসএফের নিয়ন্ত্রণে সীমান্তে তারের বেড়ার কাছে লাশ পড়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ভারতে গিয়েছিলেন চিনি আনতে।