বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক ওই দলদটির উদ্যোগে শুক্রবার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সকালে সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে মাছিহাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মো. দ্বীন ইসলাম ভূইয়া, ব্যবসায়ী মো. আমির হামজা ভূইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়া প্রমুখ। অতিথিবৃন্দ ছয় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কেন্দ্রীয় নির্দেশনায় জেলাজুড়ে এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।