• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

Mofossal Barta
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১৯:০০ অপরাহ্ণ
দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
সংবাদটি শেয়ার করুন....

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শাসনামলে লুটেরাদের শাস্তি হয়নি, তবে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দলমত নির্বিশেষে কাউকে ছাড় দেবে না আওয়ামী লীগ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বড় মাছ লুটপাট বন্ধে বাজেটের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, “বিএনপি শাসনামলে যে লুটপাটের রাজত্ব দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বাঁচিয়েছেন। লুটপাট করে এখন কেউ রেহাই পাবে না। বিএনপি নিজের লোকদের শাস্তি দেওয়ার সাহস করে না।” .

তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, “বিএনপির প্রবর্তিত অগ্নিসংযোগের সংস্কৃতির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। আপনাদের তা প্রতিহত করতে হবে। আপনাদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।”