অনলাইন ডেস্কঃ
সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে পড়ে এক পরিবারের সাতজনের ওপর। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়, বাকি তিনজনকে এখনো উদ্ধার করা যায়নি। আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই নগরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ৩৬ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন সদস্য। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও ওই পরিবারের এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু মাটিচাপা অবস্থায় আছে।