বরগুনার আলিয়া মাদ্রাসায় বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান।
মতিউর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি: জানুয়ারী ২০২৫ বিকাল চার ঘটিকার সময় বরগুনা সদর উপজেলায়, বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা আলিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, মোঃ ফজলুল হক মাস্টার।
সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি বরগুনা। আরও অনেক অনেক বিএনপি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, মইনুল ইসলাম মাইন উদ্দিন। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখা। পরিশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে সকলে দোয়া ও মোনাজাত করেন।