• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৯:৪০ অপরাহ্ণ
ঘিওরে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ঘিওরে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত লাভলু হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি দল অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী থানার পোলতাডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঘিওর সদর ইউনিয়নের বাসিন্দা শেখ রাসেল (২০) এবং সিফাত (২১)।

গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত ভোররাতে ডিবি ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হাই তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন এসআই মোঃ হিমেল হোসেন।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর দুপুরে লাভলু আহম্মেদকে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন লাভলু তার আত্মীয় হিমেল দর্জিকে দেখতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের গেট থেকে ৫০ গজ দূরে সড়কের পাশে আসামিরা লাভলুকে চারদিক থেকে ঘিরে আক্রমণ করে।

এই ঘটনায় ঘিওর থানায় ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করা হয়।

জেলা ডিবি ইনচার্জ মোঃ আবদুল হাই তালুকদার বলেন,