• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: ইসলামী আন্দোলন

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: ইসলামী আন্দোলন

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: ইসলামী আন্দোলন

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: পুলিশের কাজে আগের মতো উদ্যম নেই—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মাওলানা ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে এসব জায়গায় ব্যারাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করছে, তারা ধরাও পড়ছে। ছাড়া পাওয়ার পর আবার তারা এসব করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি যেভাবে হোক এটি কমিয়ে আনার জন্য।’

এ সময় পুলিশের স্বল্পতা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের স্বল্পতা নেই। হয়তো কাজে আগের মতো উদ্যমটা নেই। তাঁদের কাজের উদ্যমটা যেন ফিরিয়ে আনা যায়, আমরা চেষ্টা করে যাচ্ছি।’