স্টাফ রিপোর্টারঃ
সাদুল্লাপুর পঁচা বাজার ভাতগ্রামের ডাক্তার আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অসাধুচরিএ ও প্রতারনার অভিযোগ পাওয়া যায় বলে জানা যায় এবং একজন গ্রাম ডাক্তারের চরিত্র এমন হয় কি করে যেই মেয়ে দেখবে তাকেই বিভিন্ন প্রবলণ দেখিয়ে পটানোর পায়তারা চালিয়ে যান সেই আবদুল্লা আল মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ আল মামুনের পিতা সেনাবাহিনীর কর্মরত সদস্য তারা দুই ভাই এক বোন, মামুন সবার বড় এই আবদুল্লা আল মামুন তার নিজ বাড়িতে বউ এবং তার দুইটি ছেলে সন্তান থাকা সত্বেও মোবাইল নাম্বার সংগ্রহ করে বিভিন্ন নারীরদের সঙ্গে পরোকীয়া করেন এতে অনেকের সংসার নষ্ট করেছেন বলে তারা জানান।
আরও জানা যায় , তার ব্যবসা ও ডাক্তার চেম্বারের লোভ দেখিয়ে মেয়েদেরকে তার প্রেমের ছলে বলে আবদ্ধ করেন। পরে তাদের সর্বস্বহারা করেন । এভাবে এলাকার বিভিন্ন মেয়েদের সাথে তার প্রতারণা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। বিগত দিনে সে একটি মসজিদে ইমামতি করতেন। বর্তমানে সে গাইবান্ধা সাদুল্লাপুরে নিজেই একটি ডাক্তারি চেম্বার খুলেছেন। নাম প্রকাশ করা অনিচ্ছুক এক মেয়ে অভিযোগ করে জানান,এই আবদুল্লাহ আল মামুন আমাকে ফুসলিয়ে তার প্রেমের ফান্দে ফেলে আমার সর্বস্ব নেওয়ার চেষ্টা করেছে। এক পর্যায় তার কথা মত কাজ না করলে সে আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। এব্যাপারে আবদুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি কোন কথার জবাব না দিয়ে এড়িয়ে যান।
তবে সেই আবদুল্লা আল মামুনের একটাই লক্ষ্য ছিল তার বিভিন্ন নারীর উপরে সে যাকে দেখবে তাকেই তার ভোককরার প্রয়োজন এবং নাম্বার সংগ্রহ করা তার একটা নেশা এবং মেয়েদের কে একদম সর্বহারা করে দেন আবদুল্লা আল মামুন।
এলাকাবাসী এই লম্পট আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।