• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মাশরুম চাষ করে সাড়া ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে মাশরুম চাষ করে সাড়া ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া

কিশোরগঞ্জে মাশরুম চাষ করে সাড়া ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া

সংবাদটি শেয়ার করুন....

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী আই এস মাশরুম সেন্টার প্রতিস্থাপন করেন মাশরুম উদ্যোগতা মারিয়াতুল কিপ্তিয়া(পাপিয়া)

প্রথম মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মারিয়াতুল কিপ্তিয়া(পাপিয়া) গণ উন্নয়ন সংস্থা (পিডিএ) এর নির্বাহী পরিচালক। আমি এবং আমার স্বামী , প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে শুরু করি মাশরুম চাষ। অল্পদিনে ভালো ফল পাওয়ায় এখন আমি সরকারি-বেসরকারি সহযোগিতা চাই। ভবিষ্যতে বড় পরিসরে মাশরুম চাষ করার স্বপ্ন দেখছেন মারিয়াতুল কিপ্তিয়া(পাপিয়া)।
মাশরুম সেন্টার পরিদর্শন করেন কিশারগঞ্জ সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাহাবুবুর রহমান,ও বাংলাদেশ এনজিওর নির্বাহী পরিচালক জনাব শাকিলা চৌধুরী।