• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রেশম বোর্ডের ভাইস-চেয়ারম্যান হলেন এমপি কালাম

Mofossal Barta
প্রকাশিত জুন ১১, ২০২৪, ১৩:৩৬ অপরাহ্ণ
রেশম বোর্ডের ভাইস-চেয়ারম্যান হলেন এমপি কালাম
সংবাদটি শেয়ার করুন....

সৈয়দ সেলিম রেজা, রাজশাহীঃ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মনোনিত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মাহবুব জামিল স্বাক্ষরিত এক আদেশে ওই পদে তাকে মনোনিত করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি রোববার হাতে পেয়েছেন বলে জানান সাংসদ আবুল কালাম আজাদ।

গত ৩০ মে জারি করা এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে আইন, ২০১৩ এর ৬(১)(খ) ধারা অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে এর পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান হিসেবে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে স্পীকার মনোনয়ন প্রদান করেছেন।