• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

শনিবার তিনি ঢাকায় আসেন বলে সংস্থাটির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। যিনি বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তখন থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশির ভাগই অনুদান বা সহজ শর্তের ঋণ। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সবচেয়ে বড় চলমান কর্মসূচি চলছে বাংলাদেশে।