বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান নান্নুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে উত্তর ইউনিয়নের কৌড়াতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার গোলাম আলীর ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বিস্ফোরক মামলায় মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।