আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে চাউল পেলেন ৯০৭ জন দরিদ্র পরিবার। মঙ্গলবার ১১ জুন সিংজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু ।
সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন— ঘিওর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা – মোঃ আমিরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপিসদস্য গন।
এসময় চেয়ারম্যান মিঠু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ এর দিকনির্দেশনায় অসহায় ও কর্মহীন ৯০৭ জন মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়।