• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১৬:৩৯ অপরাহ্ণ
তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে বিচারিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মো. রফিকুল ইসলাম সম্প্রতি এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পিপি আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। হাইকোর্টের আদেশের পর বিচারিক আদালত তারেক রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। তাঁরা এই মামলায় পলাতক ছিলেন।

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।

উচ্চ আদালতের এ রায়ের ফলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পান।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত।