পিপি আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। হাইকোর্টের আদেশের পর বিচারিক আদালত তারেক রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। তাঁরা এই মামলায় পলাতক ছিলেন।