• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

Mofossal Barta
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ২১:২৬ অপরাহ্ণ
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি
সংবাদটি শেয়ার করুন....

মোঃ আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা ব্যুরো:

গাইবান্ধা জেলার সদর উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়ন দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুলে মোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। এতে প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার রাতে (১৩ জুন) গাইবান্ধা জেলার সদর উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়ন দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুলের মোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, দোকানের ভিতরে ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হতে ধরলে দোকান থেকে দ্রুত ঝাঁপ খুলে বের হয়ে পড়েন বের হয়ে আগুন আগুন বলে চিৎকার শুরু করেন এগিয়ে আসলে ফায়ার সার্ভিসকে ১.৫৮ মিনিটে ফোন পেয়ে ১.৫৯ মিনিটে রওনা দিয়ে মাত্র ৯ মিনিটে ৬ কিলোমিটার পথ পারি দিয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছায়

ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন ১ ঘন্টায় নিয়ন্ত্রণে আনে।কিন্তু এরমধ্যেই ৫টি দোকান পুরে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- মনোহারি ও চায়ের দোকানদার মোহাম্মদ আনারুল মিয়া পিতা মৃত হাফিজুর। ডেকোরেটর ব্যবসায়ী মোহাম্মদ রাজা মিয়া পিতা মৃত ছমির উদ্দিন মেম্বার। ইলেকট্রিশিয়ান মিস্ত্রির দোকানদার মোঃ তরু মিয়া পিতা তোতা মিয়া। কম্পিউটারের দোকানদার মোঃ ফিরোজ মিয়া পিতা বাদশা মিয়া। ব্যবসায়ী মোকলেস মিয়া মৃত মফিজ উদ্দিন।

ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার বলেন প্রাথমিকভাবে কয়েলের আগুন থেকে আগুন লেগে থাকতে পারে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান বলেন, বিষয়টা জেনেছি অতি শীঘ্রই আমি ঘটনাস্থলে পরিদর্শনে যাব এবং ক্ষতিগ্রস্ত দোকানদার কথা শুনে শুনবো। ৫টি দোকান পুরে গেছে ঈদের আগে এটি দুঃখজনক। সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।