• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অধিক পরিমাণ অর্থ স্থানান্তরে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা চালু,

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
অধিক পরিমাণ অর্থ স্থানান্তরে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা চালু,

অধিক পরিমাণ অর্থ স্থানান্তরে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা চালু

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন এবং স্থানান্তরে ‘মানি এস্কর্ট’ সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা প্রদান করবে।

এ ক্ষেত্রে পুলিশ এস্কর্টপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। এতে আরো বলা হয়, সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।