আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক সদস্য ও এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার সিংজুরী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এসময় মানববন্ধনে সিংজুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অবৈধ সদস্য প্রার্থী প্রত্যাহারসহ নির্বাচন বাতিলের দাবি জানান। বিদ্যালয়ের দাতা সদস্য মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খাঁন, অভিভাবক প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।
আগামি ২০ জুন এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক সদস্য প্রার্থীর সন্তান এই বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। অপর এক প্রার্থী শিক্ষাবোর্ডের নিয়ম বর্হিভূতভাবে প্রার্থী হয়েছেন। অথচ তথ্য গোপন রেখে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও শিক্ষক নিয়োগ বানিজ্য ও অবৈধ ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিজাইডিং অফিসার বরাবর এবং ঘিওর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান বক্তারা।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পত্র পাওয়ার পর রেজাউল ও মোতালেব হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আপিল করার পর মোতালেবের প্রার্থিতা বৈধ এবং রেজাউলকে বাতিল ঘোষনা করেন।