• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় বড়ো কর্মকর্তাদের পরিচয় দিয়ে জমি দখলের পাঁয়তারা করছে একটি মহল

Mofossal Barta
প্রকাশিত জুন ১৫, ২০২৪, ২৩:০৬ অপরাহ্ণ
বটিয়াঘাটায় বড়ো কর্মকর্তাদের পরিচয় দিয়ে জমি দখলের পাঁয়তারা করছে একটি মহল
সংবাদটি শেয়ার করুন....

 

ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানা
খুলনার বটিয়াঘাটা উপজেলা জলমা ইউনিয়নের রাঙ্গেমারী মৌজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে জমি দখলের পায়তারা করছে একটি চক্র। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার রাঙ্গেমারী মৌজায় এস এ ৩৫ নং খতিয়ানে ৫৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে দির্ঘদিন যাবৎ। ইতি মধ্যে এই জমি নিয়ে ৩/৪ টি মামলা চলমান। উক্ত জমিতে আসাবুর রহমান হাওলাদার, লিয়াকত হোসেন ও বেল্লাল হোসেন বাবু ক্রয় সূত্রে মালিক । সে মোতাবেক রেকর্ড করাইয়া নিজ নিজ নামে ১৪৩১ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে । উক্ত জমির উপর একাধিক পরিবার কাঁচা,পাকা ঘর ও মসজিদ নির্মান করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করা অবস্থায় ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলার সাচিবুনিয়া এলাকায় মৃত মনীন্দ্রনাথ বিশ্বাসের পুত্র বিধান বিশ্বাস একটি নাম পত্তন করেন। সেই নামপত্তনের বিরুদ্ধে আছাপুর, লিয়াকত ও বিল্লাল বিষয়টি বুঝতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দপ্তরে একটি মিস আপিল দায়ের করেন । যার মামলা নং ৩২ /২১।
দীর্ঘ দিন শুনানির পর ৭৯৬১ / ২০২০ -২১ নং নামজারি কেসটি ১৮০৬ (৫) নং স্বারকে স্থগিত করেন। পরবর্তিতে বিধান উক্ত আদেশের বিরুদ্ধে খুলনা সহকারী বিভিগীয় কমিশনারের দপ্তরে আপিল করেন। কিন্তু হঠাৎ করে ৫/৬ দিন আগে থেকে উক্ত জমির বায়না সূত্রে নতুন মালিক সাইফুলের বোন তাপসী মালিকানা দাবি করে আসছে । জনৈক তাপসী তিনি এডিশনাল আইজিপির পরিচয় দিয়ে দিয়ে আদালতের মামলা মানিনা বলে হুমকি ধামকি দিয়ে চলেছে। এমনকি জমি ছাড়ার জন্য বারবার তাগেদা দিয়ে চলেছে। বিস্তারিত জানতে তাপসীর সঙ্গে তার ব্যবহৃত ০১৭১১৩৪০৭২৮ নাম্বারে যোগাযোগ করলে তিনি ফোন রিছিপ করেননি। অন্যদিকে আছাবুর,বিল্লাল ও লিয়াকত বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।