• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Mofossal Barta
প্রকাশিত জুন ১৫, ২০২৪, ২৩:২৮ অপরাহ্ণ
বরিশালে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
মিডিয়া সেল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল বেলা পৌনে ১২ টার দিকে বিসিক রোডে অভিযান চালায়।
অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুর এলাকার আলমগীর হোসেন (৫৯) কে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কাউনিয়া থানার এসআই এনামুল হক ও সামসুল ইসলাম, এএসআই শওকত, মিজানুর রহমান ও হুমায়ুনের সমন্বিত দল এ অভিযান পরিচালনা করেন।
অপরদিকে এরআগে অপর এক অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশ কাশিপুর ইউনিয়নের তিলক এলাকায় অভিযান চালায়।
যে অভিযানে বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার সোহেল হাওলাদার (৩১) আধা কেজি গাঁজাসহ আটক করা হয়।
এয়ারপোর্ট থানার এসআই পিন্টু পাল, সৈয়দ খায়রুল আলম ও মেহেদী হাসান, এএসআই আউয়াল ও মহসিন সবুহের সমন্বিত দল এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই মো. তানজিল।