আঃ কাদের আকন্দ ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার এনায়েতপুর এলাকার দু:স্থ, অসহায়. হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদে ১৯৭৪ টি কার্ডধারীরা ১০ কেজি করে চাউল গরিব হতদরিদ্রদের মাঝে বিতরণ হয়েছে।এনায়েতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কাহালগা উচ্চ বিদ্যালয়ে বিজিএফ এর চাউল বিতরণ করেন চেয়ারম্যান বুলবুল হোসেন।