• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘সতর্ক করলেন সেনাপ্রধান’

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১৬:৪৫ অপরাহ্ণ
‘সতর্ক করলেন সেনাপ্রধান’

'সতর্ক করলেন সেনাপ্রধান'

সংবাদটি শেয়ার করুন....

ডেস্ক আন্তজাতিক:  খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে যে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতিহর স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, নিজেরা হানাহানিতে পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই এগুলো বন্ধ করে তিনি সবাইকে একসঙ্গে থাকার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেছেন।

সেনাপ্রধানের বক্তব্য তুলে ধরে খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে-আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম। নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের।’

তুলে ধরে খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে-আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম। নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের।’