সিনিয়ার স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার
ঈদকে সামনে রেখে নাড়ীর টানে বাড়ী ফিরছে মানুষ। ভোলা জেলার যে সকল মানুষ জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে অবস্থান করছেন তারা বাড়ী ফিরছেন লঞ্চ, ট্রলার এবং স্পীডবোডের মাধ্যমে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য ঘাটগুলোতে পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসন। শনিবার (১৫ জুন) ইলিশা লঞ্চঘাট এলাকায় দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি গ্রীণলাইন-৩ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোছাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।