রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইসি এ তথ্য জানান।
সানাউল্লাহ আরও বলেন, এবারের ভোটার তালিকা হতে হবে স্বচ্ছ, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ তালিকার অভিযোগ তুলতে না পারে। বিশেষ করে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ‘নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায় না এবং কোনো পক্ষের কর্তৃত্বও মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘কমিশন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইস্পাতের মতো কঠোর অবস্থানে থাকবে। কমিশন ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।’
ইসি সদস্য তাহমিদা আহমদ বলেন, ‘ভোট যেন আর আবদ্ধ কক্ষে না হয়, সেজন্য খোলা মাঠে ভোট আয়োজনের কথা ভাবতে হবে।’
অন্যদিকে, ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে।’