ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানা
মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় ও উত্তরণ এর বাস্তবায়নে ঈদ-উল-আযহা – ২০২৪ উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অসহায় ১০০ টি পরিবারের মানুষের মাঝে ৪ কেজি করে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে। উক্ত কুরবানীর গোশত বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দিপাংকর বাছাড় (দীপু), প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু,আ: রাজ্জাক,আবু হাসান এবং উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী রেজওয়ান উল্লাহ, প্রজেক্ট অফিসার হেদায়েত উল্লাহ মুকুল,পার্থ কুমার দে, ফিল্ড অফিসার অমিত কুমার, সমীর বাছাড়, তাজুল ইসলাম,জাহিদুল ইসলাম, রেবেকা সুলতানা, সুজিত কুমার, ইমরান হোসেন সহ প্রমুখ।