• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জান্নাতের হারানো মোবাইল ফিরিয়ে দিলেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
জান্নাতের হারানো মোবাইল ফিরিয়ে দিলেন মিরপুর  মডেল থানার ওসি সাজ্জাদ রোমন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: মেফতাহুন জান্নাত নামের এক মহিলার হারানো মোবাইলটি উদ্ধার করে বুঝিয়ে দিলেন মিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ সাজ্জাদ রোমন।
গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মোবাইলটি হারিয়ে যায়। মিরপুর ১০ নাম্বার গোলচত্বর থেকে মিরপুর ১ নাম্বার সনির মোড় আসার পথে মোবাইলটি না পাওয়ায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। ডায়েরি অফিসার ছিলেন এস আই ওবায়দুর রহমান। মোবাইলটি উদ্ধার করে হস্তান্তর করেন এএসআই কামাল। দীর্ঘ ১০ দিন পর গোপন প্রচেষ্টায় ৪ই মার্চ মোবাইলটি উদ্ধার করে বরিশাল বিভাগের ভোলা জেলা থেকে এএস আই কামাল ও তার দল ।মোবাইলটি হাতে পেয়ে খুবই আনন্দে আত্মহারা হয়ে পড়ে জান্নাত। এ প্রতিবেদক কে জান্নাত বলেন, পুলিশের একান্ত প্রচেষ্টায় আমার হারানো মোবাইলটি পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ অফিসার সহ সকল পুলিশ কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই। এভাবেই সাধারণ মানুষের সহযোগিতায় সর্বদা পুলিশ থাকলে মানুষ পুলিশের ঐতিহ্য ও গৌর ফিরে পাবে বলে আমার বিশ্বাস। আমি মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাধারণ মানুষকে বলবো পুলিশের উপর আস্থা রাখুন পুলিশ সর্বদায় আপনার পাশে দাঁড়াবে।