মতিউর রহমান, বরগুনা জেলা প্রতিনিদি: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষ জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব,মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি জনাব, মো: ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব, রুপ কুমার পাল, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনা।
অনুষ্টানে বক্তারা বলেল, আামাদের সমাজে নারীরা অবহেলিত ও পিছিয়ে আছে। তাদেরকে আর পিছিয়ে রাখা যাবেনা, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারী আজ ধর্ষণের মতন অপরাধের শিকার হচ্ছে, প্রতিটি পদে পদে হেনস্তের শিকার হচ্ছে । তাই সবাইকে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে। নারী ও শিশু যেন তাদের ন্যায় বিচার পায় তাহা সু নিশ্চিত করতে হবে। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।