পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
Mofossal Barta
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১৬:০১ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক:শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ সোমবার পদত্যাগের খবর নিজেই নিশ্চিত করেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে কী কারণে পদত্যাগ করেছি তা নিয়ে কিছু জানাতে চাচ্ছি না।
এর আগে কেবিনেট সেক্রেটারির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান আমিনুল ইসলাম। তার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান কেবিনেটে।গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।