• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Mofossal Barta
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ১৯:৪০ অপরাহ্ণ
উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল বেপারী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল বেপারী উপজেলা সদরের মুণ্ডপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় বরিশালমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী সাকুরা পরিবহন বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, সাকুরা পরিবহনের ওই বাস ও তার চালককে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে আটক করেছে। এ ঘটনায় মামলা হবে।