• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১৫:২৬ অপরাহ্ণ
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

২ ঘন্টা আগেএমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক:  এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং কেউ ব্যবহার করলে এখন থেকে শাস্তি পাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কেউ আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবারও আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা, হাসপাতালের ইনডোর-আউটডোর বন্ধ

আবারও নিজেদের দাবি পূরণে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা।

আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) প্রেসিডেন্ট ডা. জাবির হোসেন আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিবিসিকে জানান, তারা কর্মবিরতি ঘোষণা করে শহীদ মিনারে অবস্থান করছেন।

“ইনডোর-আউটডোর সব বন্ধ। মানবিকতার কারণে আমরা শুধু ইমার্জেন্সি সেবা দিচ্ছি। আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এসব চলছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটা চলবে।”

তাদের পরবর্তী কর্মসূচি কী জানতে চাইলে তিনি বলেন, আজই তারা তাদের পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে যাবেন। তিনি বলেন “আমরা সেখানে গিয়ে আমাদের যৌক্তিক প্রশ্নগুলো রাখবো।”

চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি লিখতে পারবেন না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে; মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং সব ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে;

রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না; জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বিবিসিকে জানিয়েছেন, চিকিৎসকদের কর্মবিরতি স্বাস্থ্যসেবা অনেকটাই ব্যাহত হচ্ছে।