• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত”

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ২০:৫৮ অপরাহ্ণ
রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত”

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সংবাদটি শেয়ার করুন....

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের দাসপুকুর সংলগ্ন টিবি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬)। জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামে তার বাড়ি।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলে একাই ছিলেন শামিম। দুপুরে একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর বাস পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ করার জন্য নিহত ব্যক্তির স্বজনদের ডাকা হয়েছে।