• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন হবে দেশের সকল জনগণের জন্য অগ্নি পরিক্ষা-

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
আগামী নির্বাচন হবে দেশের সকল জনগণের জন্য অগ্নি পরিক্ষা-

আগামী নির্বাচন হবে দেশের সকল জনগণের জন্য অগ্নি পরিক্ষা-

সংবাদটি শেয়ার করুন....

মোঃ সেলিম উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধ:  আজ শুক্রবার বিকেলে হাজীপুর বাজারে ১৩ নং মেষ্টা ইউনিয়নের আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) “র” কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট ছানোয়ার হোসেন বলেন, আগামী নির্বাচন হবে দেশের সকল জনগণের জন্য অগ্নি পরিক্ষা। সচেতন নাগরিকদের একটি ভোটও যেন চোর, লুটপাটকারী, দুর্নীতিবাজদের বক্সে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধু প্রথাগত মার্কা দেখে ভুলে গেলে চলবে না। বিচার বিশ্লেষণ করে নেতার যোগ্যতা বিবেচনায় নেতা নির্বাচনের জন‍্য জনগণের কাছে যেতে হবে । এসময় প্রতিযোগিতার রাজনীতির কথা তুলে ধরে বলেন, বর্তমানে সকল রাজনৈতিক দলের মধ্যে এবি পার্টিই সবচেয়ে যোগ্য ও আদর্শবানদের সমন্বয়ের গঠিত রাজনৈতিক দল। সকলকে দলে দলে অংশগ্রহণ করে এবি পার্টিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।

উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহবায়ক এমএ খালেক, এবি পার্টি পৌর শাখার আহ্ববায়ক নজরুল ইসলাম, পৌর এবি পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম-আহ্ববায়ক আতিকুর রহমান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সমন্বয়ক মো: ইখলাছ উদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।