• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমার থেকে গুলি চালালে পাল্টা জবাব দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত জুন ২০, ২০২৪, ১৭:৪৫ অপরাহ্ণ
মায়ানমার থেকে গুলি চালালে  পাল্টা জবাব দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী বা আরাকান আর্মি যদি নাফ নদী ও এর মোহনায় বাংলাদেশি নৌকায় গুলি চালাতে থাকে তাহলে বাংলাদেশ পাল্টা জবাব দেবে।

তিনি বলেন, রাখাইন রাজ্যে যুদ্ধরত পক্ষগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

“মাঝে মাঝে, ভুলবশত, তারা [মিয়ানমারের যুদ্ধরত দলগুলি] আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপর গুলি চালিয়েছে। আমরা তাদের উদ্বেগের কথা জানিয়েছি। তারা বলেছে যদি আমরা আমাদের জাহাজে স্পষ্টভাবে বাংলাদেশের পতাকা প্রদর্শন করি তাহলে কেউ গুলি চালাবে না। সেন্টমার্টিন দ্বীপকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাকে সম্বোধন করে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন।

মন্ত্রী বলেন, নাফ নদীর কয়েকটি পয়েন্টে নাব্যতা কম থাকায় সেন্টমার্টিন দ্বীপে পৌঁছানো নৌকার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এটি মিয়ানমারের জলসীমার মধ্য দিয়ে বাংলাদেশী নৌযানগুলিকে সেই অংশগুলিতে চলাচল করতে বাধ্য করে, যার ফলে মিয়ানমারের সামরিক বাহিনী বা আরাকান আর্মি গুলি চালানোর ঘটনা ঘটায়, তিনি বলেন।

তিনি বলেন, সম্প্রতি পরিস্থিতির উন্নতি হয়েছে।

“বর্তমানে, তারা বাংলাদেশের জলসীমায় নৌকাগুলিতে গুলি করছে না। মিয়ানমারের দিকে দুটি জাহাজ [নাফ নদীতে অবস্থান করা] প্রত্যাহার করা হয়েছে,” তিনি মিয়ানমারের জাহাজের আগমনের ফলে সীমান্তে প্রচণ্ড যুদ্ধের সূত্রপাতের কথা উল্লেখ করে বলেন।