• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ে রোজা রাখা গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মোটরসাইকেলচালক কারাগারে

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ২০:৩১ অপরাহ্ণ
পাহাড়ে রোজা রাখা গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মোটরসাইকেলচালক কারাগারে

পাহাড়ে রোজা রাখা গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মোটরসাইকেলচালক কারাগারে

সংবাদটি শেয়ার করুন....

রাঙামাটি প্রতিনিধি:  পাহাড়ি জেলা রাঙামাটির লংগদুতে রোজা রাখা এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মোটরসাইকেলচালক মো. সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোহাগ পেশায় ভাড়াটে মোটরসাইকেল চালক। সোমবার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মঙ্গলবার লংগদু থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত সোহাগকে পুলিশ গ্রেফতার করে। ভুক্তভোগী নারী ৪ সন্তানের মা বলে জানায় লংগদু থানা পুলিশ।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন ভুক্তভোগী নারী। এ সময় পথে ওতপেতে থাকা সোহাগ নারীটিকে পেছন থেকে হঠাৎ ঝাপটে চোখ-মুখ চেপে ধরে ধানখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগী নারীর চিৎকারে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। তবে তার আগে সোহাগ পালিয়ে যায়। অভিযুক্ত সোহাগ একই এলাকার আবুল কাশেমের ছেলে। ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে ভবিষ্যতে যাতে কোনো নারী এর শিকার না হয় সেজন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। পরে বাড়ি ফিরলে জঘন্য ঘটনার খবর জানতে পারি। আমার স্ত্রী সারা দিন রোজা রেখে এ ধরনের পরিস্থিতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগী ও তার পরিবার থানায় গিয়ে অভিযোগ দেওয়ায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে রাতে গ্রেফতার করে বুধবার সকালে রাঙামাটির আদালতে চালান দেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।