• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Mofossal Barta
প্রকাশিত জুন ২১, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
বরিশাল বিভাগের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিবেদক:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচিত বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালি, ভোলার চরফ্যাশন, মনপুরা ও বরগুনার আমতলী এবং তালতলী উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গহণ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে মোঃ ফারজানা বিনতে ওহাব, বানারীপাড়ায় মোঃ গোলাম ফারুক, উজিরপুরে মোঃ হাফিজুর রহমান। পটুয়াখালীর কলাপাড়ায় আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী মুঃ সাইদুজ্জামান মামুন। ভোলার চরফ্যাশনে মোঃ জয়নাল আবেদীন, মনপুরায় মোঃ জাকির হোসেন। বরগুনার আমতলীতে গোলাম ছরোয়ার ফোরকান ও তালতলীতে মোঃ মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।’